সাভার প্রতিনিধি: এবারের কোরবানীর ঈদে সাভারের কুটুরিয়ায় ভূয়া নাম-ঠিকানা ব্যবহার করে গরুর হাটের ইজারা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ করেছেন কুটুরিয়া এলাকার সচেতন মহল। এর নেপথ্যে সাভারের দূর্গাপূরের টিটু সরকার নামে এক ব্যক্তি রয়েছে বলেও জানান এলাকাবাসী।
অন্যদিকে, ওই ভূয়া নামে ইজারা নেয়ার চেষ্টা করতে গিয়ে টিটু সরকারের লোকজন নির্বাহী অফিসারের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। যে ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় উপজেলা প্রশাসন।
জানা গেছে, ঢাকা জেলা প্রশাসক কর্তৃক ২০২৪ সালের কোরবানীর ঈদের পশুর হাটের ইজারা প্রদান করা হয়। গত ১০ জুন জনৈক বাবু নামে এক ব্যক্তি কুটুরিয়া হাটের ইজারা পেয়েছেন বলে দেখা যায়। কিন্তু, দরপত্রে শুধু নাম ও মোবাইল নম্বর ছাড়া আর কোন তথ্য তিনি প্রদান করেননি বলে সূত্র জানায়। পরে এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে ভূয়া নাম-ঠিকানা ব্যবহার করে ইজারা নেয়ার ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়।
অন্যদিকে, কুটুরিয়ার পাশ্ববর্তী গ্রাম দূর্গাপূরের হারেজ সরকারের ছেলে টিটু সরকার ওই বাবুর নামে ইজারার বন্দোবস্ত করতে মরিয়া হয়ে উঠেন। তিনি আজ (বৃহস্পতিবার) সাভার উপজেলা নির্বাহী অফিসারকে প্রভাবিত করে ইজারার কাগজ নেয়ার চেষ্টা করেন। পরে এতে ব্যর্থ হয়ে উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন বলেও তথ্য আছে।
এ ব্যাপারে সাভার উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ বলেন, কুটুরিয়ার অস্থায়ী পশুর হাটের বাবু নামে যিনি ইজারা নিয়েছেন আজ অবধি তিনি প্রকাশ্যে আসেননি। তাঁকে আমাদের কোন কর্মকর্তা চিনেন না। এ ছাড়াও ওই হাট নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে কি না, সে ব্যাপারেও খতিয়ে দেখা হচ্ছে। জনৈক বাবু শুধু নাম ও মোবাইল নম্বর ব্যবহার করে ইজারায় অংশ নিয়েছেন। পরে আর কোন তথ্য তিনি প্রদান করেননি বলেও জানান ইউএনও।
ভূয়া তথ্য দিয়ে ইজারা নেয়া এবং উপজেলা নির্বাহী অফিসারের নামে মিথ্যাচারের সাথে জড়িত টিটু সরকারসহ অন্যান্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান প্রশাসন।
২০২৪-০৬-১৪