রাজিব মাহমুদ (সাভার): সাভারে এমপি সাইফুল ইসলাম’ এর পক্ষ থেকে বেদে ও হিজড়াদের মাঝে ঈদ সামগ্রী বিতরন।
‘উত্তরণ ফাউন্ডেশন এর আয়োজনে ঢাকা১৯ এর মাননীয় সংসদ সদস্য সাইফুল ইসলামের পক্ষ থেকে শতাধিক বেদে ও হিজড়া সম্প্রদায়ের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৬ই জুন রবিবার বিকেলে সাভারের বংশী নদী সংলগ্ন উত্তরণ পল্লীতে এই ঈদ উপহার বিতরণ করা হয়। সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক (অর্থ) মো. রমজান আহমেদের তত্বাবধানে ঈদ উল আযহা উপলক্ষে বেদে ও হিজড়া সম্প্রদায়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হলো। যার সব উদ্যোগ গ্রহণ করেছে উত্তরণ ফাউন্ডেশন ।
উল্লেখ্য: উত্তরণ ফাউন্ডেশন এর সুযোগ্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) । যাকে সারা বাংলাদেশের মানুষ মানবতার ফেরিওয়ালা হিসেবে চিনেন। তিনি সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন । আর তার ফলশ্রুতিতে বেদে সম্প্রদায়ের যারা উপস্থিত মানুষগুলোর মধ্যে অনেকেই সু-শিক্ষিত হয়ে উঠেছেন, অনেকে কর্ম জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, অনেকে পারিবারিকভাবে সচ্ছলতা লাভ করেছেন।
রমজান আহমেদ বলেন, আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব সাইফুল ইসলাম তিনি উত্তরণ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে সাহায্য সহযোগীতা করে আসছেন। তার এই মহৎ লক্ষ্য গুলো এই অঞ্চলের যারা শিক্ষিত মানুষ হয়ে উঠেছে তাদেরকে ব্যাক্তি জীবনে আরও প্রতিষ্ঠিত হতে উৎসাহিত করবে। আজকে আমরা এখানের বসবাসকারী বেদে সম্প্রদায়ের শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল- গরুর মাংস চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, খেজুর, সেমাই, চিনি, গুড়া দুধসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী। আমরা মাননীয় সংসদ সদস্য সাইফুল ইসলাম মহাদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।