চালের দামে হঠাৎ ঊর্ধ্বগতির পেছনে সরকারের মদত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমরা বারবার করে বলছি, সরকারের কারসাজি শুধু নয়, তাদের সরাসরি সম্পৃক্ততায় আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।’
শুক্রবার (৩ জুন) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা আয়োজিত ‘আগ্রাসন প্রতিরোধ ও ভোটাধিকার প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, আজ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নিজে স্বীকার করছেন যে সিন্ডিকেটরা দাম বাড়াচ্ছে। এ অবস্থায় মন্ত্রী কী করছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা।
চালের দাম বাড়ানোর পেছনে বড় বড় করপোরেট গ্রুপের প্রভাব থাকলেও সরকার ছোট আড়তদার ধরছে অভিযোগ করে তিনি বলেন, ‘বরাবরই তাই হয়। সরকারে প্রশ্রয় ছাড়া, মদত ছাড়া কখনোই তা (চালের দাম বৃদ্ধি) সম্ভব নয়।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সতর্ক করে ফখরুল বলেন, ‘আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেন না, এবার একটু শিক্ষা নেন। ১৯৭৪ সালের কথা, তখন দুর্ভিক্ষ ছিল খাদ্যশস্যের দাম বেশি ছিল। আজকে আবার খাদ্যশস্যের দাম বাড়ছে। খাদ্যের দাম বাড়ছে। এবং মানুষের হাহাকার শুরু হয়েছে।’
তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা গণতন্ত্রে ফিরে আসুন, গণতন্ত্রের পরিবেশ তৈরি করুন। মানুষকে মানুষের কথা বলতে দিন। মানুষের অধিকার ফেরত দিন। তা না হলে আপনাদের যে পরিণতি হবে… আমাদের ধমকাচ্ছেন, একটা খারাপ পরিণতি হবে।’
জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাতের সঞ্চালনায় ও সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।