৪ ওভারে ২২ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। স্পিন ঘূর্ণিতে সাকিব ফেরান রস অ্যাডায়ার (৬), লরকান টাকার (৫), হ্যারি টেক্টর (২২), গ্যারেথ ডেলানি (৬) ও জর্জ ডকরেলকে (২)। ৫ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির শীর্ষ উইকেট শিকারি বনে গেলেন সাকিব। তিনি ছাড়িয়ে গেছেন ১০৭ ম্যাচে ১৩৪ উইকেট নেওয়া নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের উইকেটসংখ্যা এখন ১৩৬টি। বাংলাদেশ অলরাউন্ডার খেলেছেন ১১৪টি ম্যাচ।
সাকিবের পাশাপাশি দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদও। ৩ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট শিকার তার। এছাড়া ২ ওভারে ৬ রানের বিনিময়ে এক উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। দুদলের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি শুক্রবার একই মাঠে অনুষ্ঠিত হবে।