কক্সবাজারে ভারতীয় পর্যটকের মৃত্যু

কক্সবাজারে ভারতীয় পর্যটকের মৃত্যু – SAFESAVAR24

কক্সবাজারে কুলালচন্দ্র সিং (৭৪) নামে এক ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১২টা ৩০ মিনিটের দিকে কক্সবাজার শহরের কলাতলী হোটেল মোটেল জোনের অস্টার ইকো নামে একটি আবাসিক হোটেলের ৮০৪ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে।

কুলালচন্দ্র সিং ভারতের মনিপুরের ইমফল এলাকার বাসিন্দা। এই পর্যটক মঙ্গলবার তার পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোল্লা শাহিন।
পুলিশের এই কর্মকর্তা ভারতীয় পর্যটকের পরিবারের সদস্যদের বরাদ দিয়ে জানান, তারা সবাই বুধবার রাতে সৈকতে যান। সেখান থেকে এসে তারা তাদের রুমে অবস্থান করেন। কুলালচন্দ্র ওয়াশরুমে যান, তবে এক ঘণ্টা পার হয়ে গেলেও আর বের হচ্ছিলেন না। তার পরিবারের সদস্যরা তাকে ডাকতে থাকলে কোনও সাড়া দেননি।
পরে হোটেল কর্তৃপক্ষের সহায়তায় ওয়াশরুমের দরজা ভেঙে ঢুকলে দেখা যায় তিনি অজ্ঞান হয়ে ওয়াশরুমে পড়ে আছেন। সেখান থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে সেটি এখনও জানা যায়নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *