বঙ্গবাজারের একটি পোড়া লুঙ্গি লাখ টাকায় কিনলেন তাহসান!

বঙ্গবাজারের একটি পোড়া লুঙ্গি লাখ টাকায় কিনলেন তাহসান!

রাজধানীর বঙ্গবাজার মার্কেটের মঙ্গলবার সকালে ভয়াবহ যে অগ্নিকাণ্ড ঘটেছে, তাতে প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া বঙ্গবাজার মার্কেটের আড়াই হাজারসহ আশপাশের মার্কেটের প্রায় ৫ হাজার দোকান আগুনে পুড়ে গেছে। অনেকেই এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছেন।

এরই ধারাবাহিকতায় জনপ্রিয় শিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায়! যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে।

তাহসানের পোড়া লুঙ্গি কিনে রাখার এমনই একটি ছবি বিদ্যানন্দের ফেসবুকে পোস্ট করা হয়েছে।

পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, অনেক তারকা ব্যক্তিত্বের অনুরোধ আসছে বিদ্যানন্দে, সবাই সংগ্রহে রাখতে চান কিছু কাপড়।

ক্যাপশনে আরও লেখা হয়েছে, বঙ্গবাজারের কাপড় পরে বড় হইছি। আর তাদের বিপদে একটা কাপড় কিনতে পারব না? নগদ এক কোটি টাকা তুলে দিতে চাই ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে। আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *