সাভারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল-আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের সাথে থাকা অপর দুই মোটরসাইকেল আরোহী।
এ সময় ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।
রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সাকিব মিয়া (২২)। তিনি সাভারের চাকুলিয়া এলাকার কিরন মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে ইউটার্ন নেয়ার সময় মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে গেলে একটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হন সাকিব। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাভার ফায়ার সার্ভিসের লিডার মো: জহুরুল হক জানান, রাজনৈতিক মোটরসাইকেল মিছিলে ট্রাকচাপায় সাকিব নামের যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছেন তিনি।
সাভার হাইওয়ে থানার ডিউটি অফিসার (এসআই) বাবুল হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।